HSC ICT Full Course 2024
Course Description
HSC ২৪ ও ২৫ ব্যাচ?
তুমি কি তোমার আইসিটি কোর্স নিয়ে চিন্তিত?
কী পড়বা বা কোথা থেকে শুরু করবে বুঝতেছ না?
যোগাযোগ ব্যবস্থা, নেটওয়ার্কিং, সংখ্যাসূচক পদ্ধতি, ওয়েব ডিজাইন, ডেটাবেস এবং সবচেয়ে কঠিন প্রোগ্রামিং। এই জিনিসগুলি কি তোমার কাছে খুব জটিল বা দুর্ভেদ্য মনে হয়?
তুমি বিজ্ঞান, মানবিক বা বাণিজ্যে যে কোন বিভাগের ছাত্র বা ছাত্রী হতে পারো? কনফিউশন কিন্তু সবারই প্রায় একই ধরনের, সুতারাং দুশ্চিন্তার কিছু নেই। আমার আছি তোমাদের পাশে, তোমাদের সকল ধরনের কনফিউশন দূর করতে।
ICT আসলে একটি ইন্টারেস্টিং সাবজেক্ট, যে কেউ বিষয়বস্তু একটু বুঝে সঠিকভাবে পড়লে ভালো করবে। আমরা এই কোর্সে ঠিক তাই করব। ICT বিষয় এর বিভিন্ন অধ্যায় ঠিক কিভাবে কি কি বিষয় গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা তোমাকে গাইড করব।
সংক্ষেপে, তুমি যদি মূল বিষয়গুলি ভালভাবে বুঝতে পারো তবে যে কোনও প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং ICT বিষয়ে A+ সুনিশ্চিত করতে তোমার কনফিডেন্স বাড়াবেই।
আমরা প্রতিটি অধ্যায়ের গুরুত্ব সহ তোমার জন্য কঠিন অধ্যায়গুলিতে আরও ক্লাস সহ মাত্র ৪ মাসে ৬০ টিরও বেশি ক্লাস সহ পুরা কোর্সটি সম্পূর্ণ করব।
তুমি দেশের যেকোনো স্থান থেকে এই অনলাইন কোর্সে যোগ দিতে পারবে। সম্পূর্ণ লাইভ এবং ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে, তুমি ক্লাসে প্রশ্ন জিজ্ঞাসা করে যেকোনো বিভ্রান্তি দূর করতে পারবে। এবং তুমি ক্লাসটি দেখতে বা বোঝার জন্য, বারবার, প্রতিটি ক্লাসের অনলাইন রেকর্ডিং ও থাকবে। এছাড়াও আমারা তোমাদের কোর্সের মেন্টর সহ তোমাদের নিয়ে একটা প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে তোমাদের কোর্স সংক্রান্ত যে কোন প্রশ্নের তোমরা উত্তর তোমরা পাবে।
মাত্র ৯৯০ টাকায় ICT বিষয় এর ফুল কোর্স তুমি পেতে যাচ্ছ এবং এটা হবে তোমার শিক্ষা জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। ইন শাহ আল্লাহ
আমরা তোমার জন্য প্রস্তুত, তাহলে দেখা হচ্ছে ক্লাস এ।
ICT Full Course
Chapter-1 Information and Communication Technology: World and Bangladesh Perspective Total Lecture- 03 -05
Chapter-2 Communication System and Networking Total Lecture- 03-05
Chapter-3 Number System and Digital Device Total Lecture- 18-20
Chapter-4 Introduction to web design and HTML Total Lecture- 08-10
Chapter-5 Programming Language Total Lecture-15-16
Chapter-6 Database Management System Total Lecture- 03-05
Courses You May Like
সচারচর জানতে চাওয়া কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
- কোর্স লিংক কপি করে গুগল ক্রোম বা যে কোন ব্রাউজারে পেস্ট করে, কোর্সের Enroll পেইজ ওপেন হবে।
- পেইজ টি স্ক্রল করে একটু নিচের দিকে নামলে Enroll বাটন পাবে, Enroll বাটনে ক্লিক কর।
- তোমার Gmail ID/ জিমেইল আইডি টি সিলেক্ট কর।
- রেজিস্ট্রেশন ফর্মের উল্লেখিত তথ্যগুলি পুরন কর।
- Pay by bKash বাটনে ক্লিক করে তোমার পেমেন্ট নিশ্চিত কর / Pay by bKash বাটনের নিচে Here এ ক্লিক করে তোমার bKash থেকে পাওয়া Payment ID/ TRX ID ইনপুট করে Submit বাটনে ক্লিক কর।
- "Pay by bKash" বাটনে ক্লিক করার পরে বিকাশ অ্যাপ এর পেজ এ নিয়ে যাবে।
- তোমার bKash / বিকাশ মোবাইল ইনপুট করতে হবে।
- bKash / বিকাশ থেকে তোমার ফোন নাম্বার এ যে OTP/ ওটিপি দিবে সেটা ইনপুট করতে হবে।
- তোমার bKash / বিকাশ এর PIN / পিন ইনপুট করতে হবে।
বিকাশ USSD পেমেন্টঃ
- তোমার bKash / বিকাশ মোবাইল থেকে ডায়াল করতে হবে *247#
- মেন্যু থেকে “Payment” অপশন সিলেক্ট করতে হবে
- আমাদের মার্চেন্ট নাম্বার “01318240610” ইনপুট করতে হবে।
- কোর্সের চেকআউট পেজ এ দেখানো “কোর্স ফী আমউন্ট” ইনপুট করতে হবে।
- তোমার bKash / বিকাশ এর PIN / পিন ইনপুট করতে হবে।
- Pay by bKash বাটনের নিচে Here এ ক্লিক করে তোমার bKash থেকে পাওয়া Payment ID/ TRX ID ইনপুট করে Submit বাটনে ক্লিক কর।
Few Reviews
Fahim Md. Faisal
I have liked every aspect of this course. Both the instructors are very good. This course helped me get myself better prepared for physics, chemistry and math.
Abida Hannan
This is a very good and helpful course. Both teachers, specially Sayem bhai is an exceptionally good teacher. I have learnt a lot.
Kaiful Islam Antar
Everything seems quite good with this course. It is very impressive that such an effective and good course is very much affordable for us.
Md.Abir Hasan
All of my questions are dealt with importance and the instructors answers them simply and clearly. I like this course.
Md Mahbub Hasan Nirab
I am really enjoying the class as bhaiyas take classes with fun and in a joyful manner. Also their way of making any issue understandable is very good and enjoyable.
Sarmin Jahan Chadne
The course uses screen writing which is very high tech and which makes us concentrate more while studying in the course.