HSC Test Paper Solve Course
Author Images By Multiple Instructors
(209 Review)

HSC Test Paper Solve Course

Course Description

HSC Test Paper Solve Course 2022. Still, 3.5 months left for HSC!!! The rest of the syllabus? Are you behind? Have the best preparation at the end...!!!

Those who have failed so far have got one last chance to procrastinate. Many people want to use the opportunity, but now the question is in everyone's mind.

  • How to study brother?
  • Which chapters are important?
  • I haven't read anything before, what should I do now?
  • I forgot what I was reading before, what should I do now?
  • I have read everything before, how to practice now?

We are with you with answers to these questions and regular guidelines. In addition to completing the basics, it is important to practice the previous year's questions, along with solving the questions of other colleges. This is why we have brought Test Paper Solve Course.

Who can do this course?
=> HSC 22 & HSC 23 Batch

How long will this course last?
=> Plan to complete within 2-2.5 months

What subjects will be taught?
=> Math Physics Chemistry Both CQ & MCQ

How much is the course fee?
=> 1000 Tk course only Tk 200 at 80% discount.

After a few days, the course fee will increase. Even if the course fee is low, the dedication of the teachers will be at the ultimate level In Sha Allah.

Physics 1st Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (01, 02, 04, 05, 06, 07, 08, 10)

Physics 2nd Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (01, 02, 03, 07, 08, 09, 10)

Chemistry 1st Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (02, 03, 04, 05)

Chemistry 2nd Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (01, 02, 03, 04)

Math 1st Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (01, 03, 04, 07, 09, 10)

Math 2nd Paper (10 lectures Both CQ & MCQ)

 Chapter (03, 04, 06, 07, 08, 09)

Author Images
Abu Sadat Sayem
Studying at Civil Engineering Department, BUET with a CGPA 3.98

He is a very renowned mentor of science subjects like Physics, Mathematics, and ICT on popular online platforms. In his 4 years of teaching career, he already served more than 30k students and going on.

Author Images
Habibur Rahman Nur
Studying at Chemistry Department, Rajshahi University.

Very well know Chemistry Instructor at popular online platforms & Offline batches at Rashsahi & Rangpur. With 4 years of experience, he makes chemistry subjects very easy and removes all fear in his students. In his teaching career, he already served more than 25k students and going on.

5
(209 Review)
Few Reviews
  • Start Date22 July, 2022
  • Duration12 Weeks
  • Weekly Routine Sun 20:00-21:45
    Wed 20:00-21:45
    Thu 15:00-16:45
    Thu 20:00-21:45
    Fri 16:00-17:45
    Fri 20:00-21:45
  • Lectures60
  • Instructor Multiple Instructors
  • Fee TypeOne-Time
Related Courses

Courses You May Like

সচারচর জানতে চাওয়া কিছু প্রশ্ন ও তার উত্তরঃ
শুধুমাত্র নিচের ৫টি স্টেপ ফলো করে আমাদের কোর্সে জয়েন করতে পারবেঃ
  1. কোর্স লিংক কপি করে গুগল ক্রোম বা যে কোন ব্রাউজারে পেস্ট করে, কোর্সের Enroll পেইজ ওপেন হবে।
  2. পেইজ টি স্ক্রল করে একটু নিচের দিকে নামলে Enroll বাটন পাবে, Enroll বাটনে ক্লিক কর।
  3. তোমার Gmail ID/ জিমেইল আইডি টি সিলেক্ট কর।
  4. রেজিস্ট্রেশন ফর্মের উল্লেখিত তথ্যগুলি পুরন কর।
  5. Pay by bKash বাটনে ক্লিক করে তোমার পেমেন্ট নিশ্চিত কর / Pay by bKash বাটনের নিচে Here এ ক্লিক করে তোমার bKash থেকে পাওয়া Payment ID/ TRX ID ইনপুট করে Submit বাটনে ক্লিক কর।
তোমার উপরে উল্লেখিত ইমেইল এ তোমার কোর্সের সফল রেজিস্ট্রেশন হয়েছে এবং কোর্সের আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
অবশ্যই পাবে, তোমাদের যে কোন প্রয়োজনে বা প্রশ্ন থাকলে আমাদেরকে support@accesstutor.net এই ইমেইল পাঠাও বা আমাদেরকে +8801976672152 এ ফোন করতে পারবে।
AccessTUTOR, Google এর নির্ভরযোগ্য ব্যাকএন্ড সার্ভিস দ্বারা পরিচালিত অন্যতম সেরা অনলাইন প্ল্যাটফর্ম৷ শিক্ষার্থীরা অনলাইনে সম্পূর্ণ লাইভ ও ইন্টারেক্টিভ ক্লাসে অংশগ্রহণ করবে। তারা দেশের যেকোনো জায়গা থেকে, যেকোনো সময় এবং যেকোনো ডিভাইস যেমন, স্মার্ট ফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ইত্যাদির মাধ্যমে যোগ দিতে পারবে।
বিকাশ অ্যাপ পেমেন্টঃ
  1. "Pay by bKash" বাটনে ক্লিক করার পরে বিকাশ অ্যাপ এর পেজ এ নিয়ে যাবে।
  2. তোমার bKash / বিকাশ মোবাইল ইনপুট করতে হবে।
  3. bKash / বিকাশ থেকে তোমার ফোন নাম্বার এ যে OTP/ ওটিপি দিবে সেটা ইনপুট করতে হবে।
  4. তোমার bKash / বিকাশ এর PIN / পিন ইনপুট করতে হবে।
পেমেন্ট সফল হলে তোমার ইমেইল এ তোমার কোর্সের সফল রেজিস্ট্রেশন হয়েছে এবং কোর্সের আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে।

বিকাশ USSD পেমেন্টঃ
  1. তোমার bKash / বিকাশ মোবাইল থেকে ডায়াল করতে হবে *247#
  2. মেন্যু থেকে “Payment” অপশন সিলেক্ট করতে হবে
  3. আমাদের মার্চেন্ট নাম্বার “01318240610” ইনপুট করতে হবে।
  4. কোর্সের চেকআউট পেজ এ দেখানো “কোর্স ফী আমউন্ট” ইনপুট করতে হবে।
  5. তোমার bKash / বিকাশ এর PIN / পিন ইনপুট করতে হবে।
  6. Pay by bKash বাটনের নিচে Here এ ক্লিক করে তোমার bKash থেকে পাওয়া Payment ID/ TRX ID ইনপুট করে Submit বাটনে ক্লিক কর।
পেমেন্ট সফল হলে তোমার ইমেইল এ তোমার কোর্সের সফল রেজিস্ট্রেশন হয়েছে এবং কোর্সের আরও বিস্তারিত তথ্য পেয়ে যাবে।
তোমার পাসওয়ার্ড চেঞ্জ এর অপশন আছে, তোমার রেজিস্টার্ড ইমেইল সিলেক্ট করে তুমি তোমার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবে।
হ্যাঁ, AccessTUTOR-এর একটি রিফান্ড পলিসি রয়েছে, উপযুক্ত কারন থাকলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যদি AccessTUTOR-এর টীম মনে করে সে অবশ্যই রিফান্ড পাবে। তবে তাকে বিস্তারিত জানিয়ে আমাদের support@accesstutor.net ইমেইল এ যোগাযোগ করতে হবে।
হ্যাঁ, AccessTUTOR-এ সব লাইভ কোর্সের 100% রেকর্ডিং সুবিধা রয়েছে। প্রতিদিন ক্লাসের ঐদিন রাতেই সমস্ত ক্লাসের রেকর্ডিং আপলোড করে দেয়া হবে। শিক্ষার্থীরা যতবার খুশি ততবার রেকর্ড ক্লাস দেখতে ও পর্যালোচনা করতে পারবে।